চিলমারীতে মাছ চাষ বিনষ্ট করায় থানায় অভিযোগ
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
Facebook Twitter share
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় রাণীগঞ্জ ইউনিয়নের, নরশিং ভাজ (গোলবাড়ী) এলাকার মৃত আশরাফুল ইসলামের ছেলে মেহেদী হাসান তার নিজস্ব মৎস খামারে ৩/৪ বছর থকে মাছ চাষ করতে পাচ্ছেন না। ফলে তাকে প্রায় ৫ লক্ষাধিক টাকার লোকসান গুনতে হচ্ছে।
Surjodoy.com
কোন উপায় অন্ত না পেয়ে অবশেষে চিলমারী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন
অভিযোগ সুত্রে জানা যায়, পুর্ব শত্রুতার জের ধরে বিবাদী মোঃ শাহজালাল মিয়া তার নিজস্ব গরুর খামারের মল মুত্র প্রতিদিনের ন্যায় সোমবার মৎস খামারে নিক্ষেপ করেন।
The Daily surjodoy
মৎস চাষী মেহদী হাসান সকালে পুকুরে গিয়ে গরুর অনেক মল মুত্র দেখতে পান, এবং আরও একটু সামনে গেলে দেখতে পান যে পুকুরে বিভিন্ন প্রজাতির অনেক মাছ মরে পড়ে আছে। এরপর এলাকাবাসীর অনেক লোককে ডেকে এনে বিষয়টি সরেজমিনে দেখান। বিবাদীকে বিষয়টি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে বাদীকে মারার জন্য হুমকি দেন ,
The Daily surjodoy
এর পর বাদী কোন উপায় অন্ত না পেয়ে চিলমারী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আনোয়ারুল ইসলাম জানান,অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে।
Leave a Reply