শহিদুল ইসলাম, চৌহালী-সিরাজগঞ্জ প্রতিনিধি:
উপজেলার যমুনা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে প্লাবিত হয়ে তলিয়ে গেছে বসত ভিটে, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি, কাচা-রাস্ত ঘাট, ধর্মীয় প্রতিষ্ঠান, কবরস্থান ও পাকা সড়ক, চতুর্থ বারের মতো পানি বেড়ে যাওয়ায় জমির ফসল ঘরে তুলতে পারেনি কৃষক। বাড়ীর উঠানে পানি ওঠে তলিয়ে যাওয়ায় গৃহপালিত পশুপাখি নিয়ে মানবতার জীবনযাপন করছে সাধারণ মানুষ। বর্ষা, বন্যা, ভারী ভর্ষণ ও করোনা কালীন এ সময়ে সাধারণ মানুষের আয়ের উৎস বন্ধ। জমির পাট, তিল, বাদামসহ বিভিন্ন ফসল পানির নিচে তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক।
বাংলাদেশের একজন মানুষও না খেয়ে মরবে না, তার-ই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলাসহ ভাঙ্গন ও পানি বন্দি অসহায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে আছেন। তার-ই ধারাবাহিকতায় ২০২০ সালের বন্যায় ক্ষতিগ্রস্থ পানি বন্দি, নদী ভাঙ্গন, অসহায় মানুষের পাশে দ্রুত জি আর চাউল পৌছে দিচ্ছেন চৌহালী উপজেলা প্রসাশন।
অসহায় দুস্থ্য বানভাসি মানুষের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২০ আগষ্ট) খাষপুখুরিয়া ইউনিয়নপরিষদ থেকে এসব নদী ভাঙ্গন ও বন্যা দুর্গত পানি বন্দি মানুষের মাঝে জি আর চাউল ৫৪৫টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ গিয়াসউদ্দিন, খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ সরকার, নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোঃ মাহমুদুল হাসান প্রমুখ। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ ও গ্রাম পুলিশ উপস্থিত ছিল।