ছাত্রলীগ সর্বদা সাধারণ মানুষের পাশে আছে- সভাপতি থোয়াই থিন অং মারমা
আকাশ মারমা মংসিং বান্দরবানঃ
বান্দরবান দুর্গম এলাকায় থানচি উপজেলায় সাধারণ জনগনকে সুবিধার্থের ভ্যকক্সিন নিবন্ধন ও ভ্যকক্সিন প্রিন্ট কার্ড কার্যক্রম উদ্যেগ হাতে নিয়েছে থানচি উপজেলা ছাত্রলীগ বৃন্দরা।
শনিবার ৭ আগষ্ট থানচি উপজেলা সদরে হাইস্কুল মাঠ প্রাঙ্গনে দুগর্ম গ্রাম হতে টিকা নিতে আসা সাধারণ মানুষকে সুযোগ সুবিধা লক্ষ্যে এই কর্যক্রমটি পরিচালনায় করা হয়।
এই সময় ছাত্রলীগ সভাপতি থোয়াই থিন অং মারমা বলেন, “ছাত্রলীগ কর্মীরা সাধারণ মানুষের পাশে সর্বদা আছে”। যেখানে নেটওয়ার্কবিহীন কিছুটা এলাকা রয়েছে যেখানে টিকা নিবন্ধন এমনকি টিকা কার্ড নেওয়া সম্ভব হচ্ছে না। সেখানে তাদের কষ্ট পোহাতে না হয় সেই জন্য ছাত্রলীগ এই উদ্যেগ নিয়েছে। ফলে যারা টিকা নিতে এসেছে তাদেরকে ভ্যকক্সিন নিবন্ধন হতে শুরু করে প্রিন্ট সহ সকল প্রকার কার্যক্রম নেওয়া হয়েছে। এই কার্যক্রন আগামীতেও অব্যাহত থাকবে।
এইসময় থানচি উপজেলা ছাত্রলীগ সভাপতি থোয়াই থি অং মারমা, সহ সভাপতি বাসিং য়ই মার্মা, সাধারণ সম্পাদক সুরেন্দ্র ত্রিপুরা সহ সংগঠনে কর্মী ও ব্যক্তিবর্গ প্রমুখ উপস্তিত ছিলেন।