1. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  2. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
ছয় জার্সির উত্তরসূরি খুঁজছে বার্সা
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজশাহী রেলস্টেশনে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মানিকগঞ্জের সানোয়ারের বিরুদ্ধে সরকারি চাকরি দেওয়ার নাম করে কোটি টাকা আত্মসাতের অভিযোগ। নড়াইলের লোহাগড়ায় অতিবৃষ্টিতে সোনালী মৎস্য খামারের ব্যাপক ক্ষতি রাজশাহী-৪ আসনের সাবেক এমপি এনামুল ঢাকায় গ্রেপ্তার ফুলবাড়ীতে বালু ভর্তি ট্রাক্টর থেকে ৩০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবাররি আটক মিরপুর গৃহায়ণ অফিস মামাতো -ফুফাতো দুই ভাইয়ের দৌরাত্মে জিম্মি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইটভাটা মালিক হালিমের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা সাভারে ১৬ বছর দু:সময়ের কান্ডারী নির্যাতিত বিএনপি নেতা খোরশেদ আলম ডক্টর ল্যাব এন্ড কনসালটেশনের শেয়ার হোল্ডারদের সাথে প্রতারনার অভিযোগ

ছয় জার্সির উত্তরসূরি খুঁজছে বার্সা

  • আপডেট টাইম : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০, ৯.৩৮ পিএম
  • ২০৮ বার পঠিত

ডেস্ক: ক্লাব হিসেবে বার্সেলোনার ইতিহাস বেশ সমৃদ্ধ। বহু রথী-মহারথী এই দলের হয়ে খেলেছেন। ইতিহাসসমৃদ্ধ এই ক্লাবের বর্তমান অবস্থা বেশ নাজুক। এর অন্যতম কারণ গুরুত্বপূর্ণ ছয়টি জার্সির ‘যোগ্য’ উত্তরসূরী পাচ্ছে না দলটি। কাতালান ক্লাবটিতে জার্সিগুলো নেয়ার মতো অনেকেই আছেন। তবে স্থায়ী কিংবা দীর্ঘমেয়াদি হিসেব করলে এসব জার্সির ভার বহন করার মতো তেমন কোনো ফুটবলার বর্তমান বার্সা দলে নেই।

বার্সেলোনা সবচেয়ে বেশি মিস করছে জাভির ছয় নম্বর, ডেভিড ভিয়ার সাত, থিয়েরি অরি ও হাভিয়ের মাশ্চেরানোর ১৪ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি। চলতি মৌসুমে বার্সা ছেড়েছেন চার নম্বর জার্সি পরা ক্রোয়াট মিডফিল্ডার ইভান রাকিটিচ। ফাঁকা হয়েছে আর্থার মেলোর ৮ নম্বর জার্সি। এছাড়া লুইস সুয়ারেজের নাম্বার নাইনও ফাঁকা হওয়ার পথে।

বার্সার চার নম্বর জার্সি পরে মাঠ মাতিয়েছেন রোনাল্ড কোম্যান, পেপ গার্দিওলার মতো তারকারা। ছয় নম্বরে অনন্য ছিলেন জাভি। সাতে ডেভিড ভিয়া ছাড়াও লুইস ফিগো, পেদ্রোরা খেলেছেন। তেমনই আট নম্বর জার্সি ছিল আন্দ্রেস ইনিয়েস্তা ও হিস্টো স্টোইচকভের।

ফুটবল ইতিহাসের অন্যতম কিংবদন্তি ইয়োহান ক্রুইফ ১৪ নম্বরে খেলেননি। কারণ তার সময়ে জার্সির নম্বর হতো ১ থেকে ১১ সংখ্যার ভেতর। তবে তাকে বার্সার ১৪ নম্বর জার্সির ফুটবলার ধরা হয়। চলতি মৌসুমে এসব জার্সি পরে যারা খেলবেন তারা এসব খেলোয়াড়ের সমতুল্য হওয়া দূরের কথা, ধারেকাছেও খুব একটা নেই।

বর্তমানে বার্সায় জাভির ছয় নম্বরের দাবিদার জিয়ান টডিবো এবং মিলেনিম পিয়ানিচ। এদের মধ্যে টডিবো ছয় নাম্বার জার্সি নিয়ে বসে থাকলেও আগামী মৌসুমে তার বার্সায় থাকা নিশ্চিত না। পিয়ানিচ ছয়ের দাবিদার হলেও তিনি লম্বা ঘোড়ার খেলোয়াড় নন। ফলে তাকে আট কিংবা চার নিতে হতে পারে। এক্ষেত্রে ছয় নম্বরের যোগ্য উত্তরসূরী হয়ে উঠতে পারেন রিকি পুইগ।

বার্সায় নতুন যোগ দেয়া প্রেদি পেতে চান ইনিয়েস্তার আট নম্বর জার্সি। এছাড়া বার্সায় ফিরে আসা কৌতিনহো আবারো ফিরে পেতে চান তার সাত নম্বর জার্সি। কিন্তু এরইমধ্যে সাত নিয়ে খেলছেন আন্তোনিও গ্রিজম্যান। সাত না পেলে সেক্ষেত্রে ৮ কিংবা ১৪ নিতে চাইবেন কৌতিনহো।

তবে গ্রিজম্যান বা কৌতিনহো কারোই বার্সা ভবিষ্যত তেমন সূদুরপ্রসারী না। সুয়ারেজের উত্তরসূরি এখনো খুঁজছে বার্সা। ইন্টারের লওতারো মার্টিনেজ আসার কথা থাকলেও সেই সম্ভাবনা এখন নেই। অলিম্পিক লিঁওর মেম্ফিস ডিপে এলে তিনি পেতে পারেন নাম্বার নাইন।

কিন্তু যারাই এই জার্সি নাম্বার পাক না কেনো, তারা রোনালদো নাজারিও, স্যামুয়েল ইতো কিংবা সুয়ারেজ হওয়ার চাপ নিতে পারবেন কিনা সেই সংশয় থেকেই যাচ্ছে। একইসঙ্গে সংশয় থেকে যাচ্ছে ভবিষ্যতে বার্সেলোনার ভালো পারফরম্যান্সের ব্যাপারেও। সুদিন ফিরে পেতে চাইলে এসব ফুটবলারের নিজেদের সেরা দেয়ার কোনো বিকল্প নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews