নিরেন দাস,জয়পুরহাটঃ-
নানা জল্পনাকল্পনার মধ্যদিয়ে ও ব্যয়বহুল খরচে ব্যাপক সাজসজ্জায় দীর্ঘ ৮ বছর পর অনুষ্ঠিত হলো জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২১। এ সম্মেলনে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র উদ্দেশ্যে বলেছেন, বিএনপির উন্নয়ন হচ্ছে লুটপাট করে হাওয়া ভবন তৈরি করা” সীমাহীন বারবার দুর্নীতিতে বিশ্বের কাছে বারবার চ্যাম্পিয়ন হওয়া এ ছাড়া বিএনপির রাজনীতিতে কিছুই নেই, তারা দুর্নীতি ছাড়া কিছুই বোঝেনা” জনগণ বিএনপির উপর আস্থা হারিয়ে ফেলেছে। আর বর্তমান আওয়ামী সরকারের উন্নয়ন বাংলাদেশের এমন কোন গ্রাম ও জনপথ নেই যেখানে শেখ হাসিনা সরকারের সকল উন্নয়ন পৌঁছেনি বলে তার বক্তব্যে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার সকাল ১০ টায় আক্কেলপুর সরকারি মুজিবুর রহমান কলেজ মাঠে এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট।
আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকছেদ আলী মাস্টারের সভাপতিত্বে, ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মাননীয় সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের-এমপি,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক,জয়পুরহাট-২ আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন-এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস, এম কামাল হোসেন,কেন্দ্রীয় আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, জয়পুরহাট-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এ্যাড. সামছুল আলম দুদু-এমপি।
এ সময়ে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এ্যাড. মোমিন আহমেদ চৌধুরী-জিপি, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল-পিপি, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ খাঁজা সামছুল আলম, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম সোলায়মান আলী।
সম্মেলনটির সঞ্চালনা করেন, আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর।
এ সম্মেলনে সভাপতি ও সাধারন সম্পাদক পদে চারজন দলীয় ফরম জমা দেন,তারা হলেন সভাপতি পদে বর্তমান সভাপতি মোকসেদ আলী মাস্টার ও জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মোকসেদ আলী,সাধারন সম্পাদক পদে রুকিন্দিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আহসান কবির এপ্লব ও পৌর আওয়ামীলীগের যুগ্ম- আহ্বায়ক হাসনাতুর জামান শাহিন। তাদরে মধ্যে সমজতা না হলে গোপন ভোটের সিদ্ধান্ত নিয়ে বিকেল ৪ টায় কলেজ ভবনে সাধারন কাউন্সিলরা গোপন ভোটের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের উপস্থিতে তারা গোপন ভোট প্রদান করেন। প্রায় আড়াই ঘন্টা চলমান ভোট শেষে সন্ধা সাড়ে ৬ টায় সম্মেলন মঞ্চে রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন নব-নির্বাচিত সভাপতি অধ্যক্ষ মোকসেদ আলী ও সাধারন সম্পাদক পদে রুকিন্দিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আহসান কবির এপ্লবের নাম ঘোষনা দেন। কিন্ত কোন প্রার্থী কত ভোট পেয়েছেন তা প্রকাশ করা হয়নি।
দলীয় সূত্রে জানা গেছে,২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি তিন বছরের জন্য অনুমোদিত আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের কমিটিতে সভাপতি পদে মোকসেদ আলী মাস্টার ও সাধারন সম্পাদক পদে গোমাল মাহফুজ চৌধুরী অবসব নির্বাচিত হন। দলীয় বিভিন্ন সমস্যার কারণে সঠিক সময়ে সম্মেলন না হলেও দীর্ঘ ৮ বছর পর ব্যয়বহুল খরচে এ ত্রি- বার্ষিকী সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে।
এ সম্মেলনে সাধারণ কাউন্সিলারদের গোপন ভোটে নির্বাচিত সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী তিনি বর্তমানে আক্কেলপুর সরকারি মজিবুর রহমান কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব রয়েছেন,আর সাধারন সম্পাদক আলহাজ্ব আহসান কবির এপ্লব তিনি উপজেলার রুকিন্দিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন নব-নির্বাচিত সভাপতি/সাধারন সম্পাদক দুইজনই নতুন নেতৃত্বে নতুন মুখ নতুন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..