শাহিন আলম গোমস্তাপুর প্রতিনিধি:
Surjodoy.com
জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিব হিসেবে নিয়োগ পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জের সাবেক জেলা প্রশাসক কেএম আলী আজমের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন,জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরে অবস্থিত মহন্ত ষ্টেটের,মহন্ত মহারাজ ক্ষিতিশ চন্দ্র আচারী।
Facebook Twitter share
ক্ষিতিশ চন্দ্র আচারী বলেন,কেএম আলী আজম শুধু আমার কাছেই নয়,রাজনৈতিক নেতৃবৃন্দ,সুশীল সমাজ,চাকুরিজীবী চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের জনগণের কাছে তাঁর একটা প্রচণ্ড রকমের গ্রহণযোগ্যতা ছিল।তিনি ছিলেন,সদা হাস্যময়, প্রাণচাঞ্চল্যে উৎফুল্ল, মেধাবী, প্রজ্ঞাবান, যোগ্যতা, দক্ষতা, সততা ও অসীম ধীশক্তির অধিকারী।
এই মানুষটির বিদায়ে আমরা চাঁপাইনবাবগঞ্জের
সর্বস্তরের মানুষ যেভাবে ব্যাথিত হয়েছিলাম,ঠিক তার চেয়েও আজ আমরা বেশী আনন্দিত ও খুশী তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায়।
Surjodoy.com
মহন্ত ষ্টেটের মহারাজ আরো বলেন,পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের জেলার সাবেক জেলা প্রশাসক কেএম আলী আজমের আগামীদিনের চলার পথকে সুন্দর করেন এবং অফুরান কর্মক্ষমতার অধিকারী করে।সেই সাথে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান কালীন স্মৃতি আমার সবার মনের মণিকোঠায় চির জাগরূক থাকুক এই প্রত্যাশা রইলো।
The Daily surjodoy
কেএম আলী আজম বিসিএস প্রশাসন ক্যাডারের অষ্টম ব্যাচের সদস্য।তার বাড়ি বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার উদয়পুর গ্রামে।তিনি ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর সিভিল সার্ভিসে সহকারি কমিশনার হিসেবে যোগদান করেন।২০২০ সালের ২৭ মে থেকে শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।এর আগে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব,ঢাকার বিভাগীয় কমিশনার ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।
Leave a Reply