1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
জবি রোভারের দীক্ষা ক্যাম্প শুরু
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন

জবি রোভারের দীক্ষা ক্যাম্প শুরু

  • আপডেট টাইম : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১, ৯.২৪ পিএম
  • ৩০৫ বার পঠিত
জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপের তিন দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস, দীক্ষা ক্যাম্প ও ব্যাজ প্রদান অনুষ্ঠান এর উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিজ্ঞান ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ নূরে আলম আব্দুল্লাহ, প্রক্টর ড. মোস্তফা কামাল, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ড. কাজী মোঃ নাসির উদ্দীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভারের সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম, স্কাউট লিডার পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবু লায়েক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী ফারুক হোসেন ও সুমাইয়া খানম চৌধুরী।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার-ইন-কাউন্সিলের সভাপতি মো. কামরুল হাসান ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় রোভার স্কাউটের সম্মানিত সদস্য মো. আহসান হাবিবের হাতে কোভিড-১৯ বিশেষ সম্মাননা ‘সোশ্যাল ওয়েলফেয়র রিকগনিশন’ অ্যাওয়ার্ড তুলে দেন উপাচার্য ড. মীজানুর রহমান। এছাড়াও বিভাগীয় ফলাফলের ভিত্তিতে কৃতি স্কাউট সদস্য নাট্যকলা বিভাগের শিক্ষার্থী মো. এনামুল হাসান কাওছার, মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী সাদিয়া আখতার, মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সোনিয়া আক্তার পুষ্প, লোক প্রশাসন বিভাগের রাকিবুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রনি দেবনাথ ও আলামিনকে পুরষ্কার তুলে দেয়া হয়।
উল্লেখ্য, এবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ থেকে ১০২জন নতুন সহচর দীক্ষা গ্রহণের মাধ্যমে বিশ্ব স্কাউট আন্দোলনের সদস্যপদ লাভ করবেন। আগামী শুক্রবার কুমিল্লা লালমাই আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে দীক্ষাপ্রাপ্ত রোভারদের তাঁবুবাস, দীক্ষা ও ব্যাজ প্রদানের মধ্যদিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews