জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সমাজকর্ম বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন বিভাগের অধ্যাপক ড. রাজিনা সুলতানা। তিনি পূর্ববর্তী চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন।
গতকাল সকাল ১১:০০ টায় তিনি বিভাগের সাবেক চেয়ারম্যানের কাছ থেকে দ্বায়িত্ব বুঝে আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। এসময় সমাজকর্ম বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের দ্বায়িত্ব পালন শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এর ২৪(২) ধারা অনুযায়ী উক্ত পদে অধ্যাপক ড. রাজিনা সুলতানা কে পরবর্তী ৩ বছরের জন্য স্থলাভিষিক্ত করা হয়।
এদিকে, সোশ্যাল ওয়ার্ক এসোসিয়েশন ও সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. রাজিনা সুলতানা ও বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। এসময় সোশ্যাল ওয়ার্ক এসোসিয়েশন এর মাননীয় মডারেটর জনাব মোঃ শরীফুল ইসলাম ও সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের মাননীয় মডারেটর অধ্যাপক ড. মোঃ রেজাউল করিমসহ সোশ্যাল ওয়ার্ক এসোসিয়েশন ও সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..