1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
জয়পুরহাট ক্ষেতলাল সমাজসেবা অফিসে জালিয়াতির মাধ্যমে চাকরীর অভিযোগ" দায় এড়িয়ে যাচ্ছেন কর্মকর্তারা
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতির নিন্ম আদালতে আত্মসমর্পণ জামিন নামঞ্জুর জেল হাজতে প্রেরন ফুলবাড়িতে যথাযথ মর্যাদায় সশস্ত্রবাহিনী দিবস উদযাপিত বাসে উঠাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজ ছাত্রদের সংঘর্ষে রণক্ষেত্র সাইন্সল্যাব এলাকা আইজিপি হিসেবে নিয়োগ পেলেন বাহারুল আলম পুঠিয়ায় সাথী ক্লিনিককে ১০ হাজার জরিমানা, সাংবাদিকের হুমকি নড়াইলে মদ্যপানে ১স্কুল ছাত্রীর মৃত্যু,আরও ১ জন হাসপাতালে ভর্তি রাজশাহীতে গোপনে মৃত ব্যাক্তির জমি বিক্রয়ের অভিযোগ নিয়োগে বৈধতা না থাকলেও,জাহিনুর বেগমের দাবী তিনি প্রধান শিক্ষক  তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক ও রেলপথ অবরুদ্ধ করে রেখেছেন ছাত্ররা

জয়পুরহাট ক্ষেতলাল সমাজসেবা অফিসে জালিয়াতির মাধ্যমে চাকরীর অভিযোগ” দায় এড়িয়ে যাচ্ছেন কর্মকর্তারা

  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১, ৫.৫৬ পিএম
  • ৩১২ বার পঠিত

ওয়াকিল আহম্মেদ,ক্ষেতলাল(জয়পুরহাট)প্রতিনিধিঃ-

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা সমাজসেবা অফিসে কর্মরত অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক  সুরাইয়া নাসরিন।

যার চাকুরীতে আবেদন করার যোগ্যতা নির্ধারণ করা ছিল ১৮ হতে ৩০ বছর কিন্তু তিনি ১৭ বছর ০৭ মাস ০৩ দিন বয়সে আবেদন করে জালিয়াতির মাধ্যমে সেই চাকুরী নিয়েছেন বলে অভিযোগ উঠেছে ।

এমন অভিযোগের ভিক্তিতে জাতীয় দৈনিক সূর্যোদয় মাঠে অনুসন্ধান চালিয়ে জানতে পারে অভিযুক্তের বাবা আবু বক্কর সিদ্দিক এক সময়ে বগুড়া জেলার

দুপচাঁচিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী ও কর্মচারী ইউনিয়নের প্রভাবশালী কর্মচারী ছিলেন।

সাধারণ জনগণ বলছেন তার কন্যা হওয়ায় এই জালিয়াতি করে চাকুরী নিয়েছেন সুরাইয়া নাসরিন । সাধারণ জনগণ আক্ষেপ করে বলছেন যাদের এই চাকুরীতে আবেদন করার যোগ্যতা ও বয়স নেই তারা চাকুরী পাচ্ছে জালিয়াতির মাধ্যমে আর যাদের বয়স ও যোগ্যতা দুই আছে তারা এই ধরনের সরকারি চাকুরী থেকে বঞ্চিত হচ্ছে।

সংস্থাপন মন্ত্রণালয়ের উদ্বৃত্ত কর্মচারী শাখার নং -০৫.১৬৬.০১১.০০.০০.০৯২.২০০৫-১৯৭ তারিখঃ ২৮/০৩/২০১০খ্রিঃ এবং সমাজকল্যাণ মন্ত্রনালয়ের স্মারক নং সকম/প্রঃ৩/এ-১৬/০২(অংশ-৪)- ১৮৫ তারিখ ১৮/০৩/২০১০ ইং মূলে ছাড়পত্র পাওয়ায়

সমাজকল্যাণ মন্ত্রনালয়াধীন সমাজসেবা অধিদপ্তরের ১১৩ জন অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক এর শূন্য পদে নিয়োগের নিমিত্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা হয়।

আবেদনের শর্তাবলীর ১নং ধারায় উল্লেখ করা হয় যে,

সকল পদের প্রার্থীর ক্ষেত্রে বয়স ০১/ ০৭/২০১০ খ্রিঃ তারিখে ১৮ হতে ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

এইচ এস সি সনদ ও জাতীয় পরিচয়পত্রে  সুরাইয়া নাসরিন, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক,সমাজসেবা কার্যালয়,

ক্ষেতলাল, জয়পুরহাট এর জন্ম তারিখ ২৮/১১/১৯৯২ ইং, আবেদনের শর্তবলী অনুযায়ী আবেদনের সময় তার বয়স ছিল ১৭ বছর ০৭ মাস ০৩ দিন।

সনদ জালিয়াতি করে রাষ্ট্রের এতো বড়ো গুরুত্বপূর্ণ পদে চাকুরী করে আসিতেছে এই খবর ছড়িয়ে পড়ায় সাধারণ জনগণ উদ্বেগ প্রকাশ করছেন ।

নাম প্রকাশ না করার শর্তে কর্মরত কয়েকজন বলেন, সরকারি চাকরি নামের সোনার হরিণ ধরতেই তারা তথ্য জালিয়াতি করেছেন।

এ বিষয়ে  সুরাইয়া নাসরিন কে দৈনিক সূর্যোদয় সরাসরি কথা বললে তিনি কোন তথ্য দিবেন না বলে সরাসরি অশিকার করলে প্রতিবেদকের প্রশ্নের জবাবে অবশেষে তিনি বলেন,

আমি ২০১০ সালের সার্কুলারের পুনঃবিজ্ঞপ্তি ২০১২ সালে দেওয়ায় আমি সেখানে আবেদন করি। তবে কাগজে কলমে তার কোন প্রমাণ তিনি দিতে পারেননি। কাগজ পত্র দেখতে চাইলে বলে আমার সমস্ত কাগজ পত্র আছে দেখাব সময় করে কিন্তু বারবার সময় পেছাতে থাকেন।

এবিষয়ে বিস্তারিত তথ্য জানতে জয়পুরহাট জেলা সমাজ সেবা অফিসার উপ-পরিচালক ইমাম হাসিম (ডিডি) এর কাছে বারবার যোগাযোগ করলেও তিনি এ বিষয়ে কিছু না বলে শুধু বলেন এটা আমার

জেলা অফিসের বিষয় নয় এটা ক্ষেতলাল উপজেলা সমাজসেবা কার্যালয়ের বিষয় সেখানেই কথা বললেই সব তথ্য পাবেন।

উর্ধতণ কর্মকর্তার বক্তব্যের পর বিষয়টি নিয়ে ক্ষেতলাল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন “আমি নতুন অফিসার আর তিনি অফিস সহকারী  হিসেবে যোগদান করেছেন অনেক আগে তার জালিয়াতির বিষয়টি আপনাদের নিকট থেকে শুনলাম।

 এবিষয় টি আমার চেয়ে জেলা কর্মকর্তা ডিডি স্যার ভালো বলতে পারবেন তাই আমাকে জিজ্ঞেস না করে ওনাকে জিজ্ঞেস করুণ তিনি বলতে পারবেন এমন দায় এড়িয়ে গিয়ে  শেষে তিনি বলেন কেউ লিখিত অভিযোগ করে তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্হা নেয়া হবে ।

আপনাদের কিছু করার থাকলে করতে পারেন এবিষয়ে অনেক নিউজ হয়েছে আমার কেউ কিছু করতে পারেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews