নিরেন দাশ বিশেষ প্রতিনিধি:
আন্তর্জাতিক মাতৃভাষা মহান শহীদ দিবস-২০২৩ উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা পুলিশের পক্ষে পুষ্পস্তবক অর্পণ এবং ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ নূর আলম, পিপিএম এসময় উপস্থিত ছিলেন কে.এম.এ মামুন খান চিশতী, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ, ফারজানা হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস্, ইশতিয়াক আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),জয়পুরহাট ও বিভিন্ন পুলিশ পুলিশ সদস্যবৃন্দ।
এসময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বাজানো হয়। তারা কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রাজনৈতিক দলগুলোর মধ্য শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়। পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের রূহের মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে৷