জয়পুরহাটে আন্তজেলা চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। এ সময় ব্যাটারিচালিত একটি ইজিবাইক উদ্ধার করেছে র্যাব-৫। গত দিবাগত রাতে সদর উপজেলার পাঁচুরচক এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,জেলার ক্ষেতলাল উপজেলার বড়তারা কুটিরপাড়া এলাকার আফতাব আলী আকন্দের ছেলে আশরাফ আলী আকন্দ (৫৫) ও সদর উপজেলার পাঁচুরচক ফকিরপাড়া এলাকার কাজী জহুরুল ইসলামের ছেলে জয় ইসলাম রাজ (২০)।
মঙ্গলবার সকালে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১০ টায় জয়পুরহাট সদর উপজেলার পাঁচুরচক এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় একটি চোরাই ইজিবাইক জব্দ করা হয়।
তিনি আরও জানান,আটক আশরাফ আলী আকন্দ ইজিবাইক চোর চক্রের সক্রিয় সদস্য ও জয় ইসলাম রাজ তার সহযোগী হিসেবে কাজ করতেন। তারা দীর্ঘদিন ধরে এই চোর চক্রের সঙ্গে জড়িত। জয়পুরহাট সদর ও আশপাশের এলাকায় চোরাই ইজিবাইক বিক্রি করে আসছিলেন তারা। এ চক্রের অন্য সদস্যদের আটককের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা করা হয়েছে।