ডেস্ক : সীমান্তে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির জন্য ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক অভিযোগ জানাবে লেবানন। বুধবার দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা পরিষদের সঙ্গে প্রেসিডেন্ট মিশেল আউনের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে আল আরাবিয়ার খবরে বলা হয়েছে।
ইরনা জানিয়েছে, লেবাননের শিয়াগোষ্ঠী হিজবুল্লাহর কয়েকটি সীমান্ত চৌকিতে বুধবার সকালে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এর একদিন আগে দেশটির দক্ষিণ সীমান্তে অন্তত ৩০টি ফসফরাস বোমাবর্ষণ করে ইহুদিবাদী সেনারা।
ইসরাইলি গণমাধ্যম বলেছে, সম্ভাব্য অনুপ্রবেশের আশংকা থেকে সীমান্তে গোলাবর্ষণ করা হয়। কিন্তু লেবাননের সেনাবাহিনী কিংবা হিজবুল্লাহ এ ধরনের কোনো তৎপরতার কথা জানায় নি।