রেখা মনি,রংপুর স্টাফ রিপোর্টার:
সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট নায়েবীয়া দ্বি- মুখী দাখিল মদ্রাসায় রাত ৯টা ৩০ মিনিটেও উড়ছে জাতীয় পতাকা।এত রাতেও কেন মাদ্রাসায় পতাকা উড়ছে তা জানতে সুপার আল মামুন মোঃ ইয়াকুব আলী কে ফোন দিলে তিনি বলেন, জাতীয় শোক দিবস পালন করতে, সকালে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়েছিলো,সেই পতাকা এখোনো আছেই টানানো? নামায়নি?এর পরে বলেন, পিয়ন অসুস্থ থাকায় পতাকা সময় মত নামানো হয়নি। রাত ১০ টার দিকে কথা হলো নৈশ প্রহরী নূরুল ইসলামের সাথে,তিনি বললেন আমার ডিউটি সন্ধার পর থেকে সকাল পর্যন্ত। পতাকা ওঠানো নামানোতো আমার কাজ নয়।আমিতো জানিনা যে পতাকা এখনো নামানো হয়নাই।তার পরেও সুপার স্যার বললে আমি বিকেলে এসে নামিয়ে রাখতাম।আমাকে স্যার ফোন দিয়ে বললো আমি এখন এসে পতাকা নামিয়ে রাখলাম। এলাকার সচেতন মানুষের প্রশ্ন জাতীয় পতাকার অবমাননা আর কত? বিষয়টি সংশ্লিষ্ট কতৃপক্ষ দেখবেন, এটাই প্রত্যাশা সচেতন মহলের।