মোস্তফা কামাল খাঁন গলাচিপা
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে সাত দিন ব্যাপি কর্মসূচী নিয়ে পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মৎস্য অধিদপ্তরের ব্যাপস্থাপনায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কর্যালয়ে উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুল নবী স্বাগত বক্তব্যে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে সরকারের নির্দেশ মোতাবেক সাতদিন ব্যাপি কর্মসূচীর লিখিত বক্তব্য পাঠ করেন।
কর্মসূচীর আলোকে ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত উপজেলার সরকারি পুকুর সমূহে মাছের পোনা অবমুক্ত ও মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা বিরতণসহ নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মু.শাহিন শাহ বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মৎস্য সম্পদের অগ্রগতি ও উন্নয়নের জন্য এবং দেশের মৎস্য সম্পদ বৃদ্ধির করার লক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণের মাধ্যমে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
এছাড়াও বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, সাধারণ সম্পাদক সোহাগ রহমানসহ প্রমূখ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য বিভাগে কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..