জাতীয় শোক দিবস পালন উপলক্ষে খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা সংসদের প্রস্তুতি সভা
উবায়দুল্লাহ খানজাহান আলী খুলনা
খানজাহান আলী প্রতিনিধিঃ আগামী ১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে গুলি করে হত্যা করায় জাতীয় শোক দিবস উপলক্ষে খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা সংসদের প্রস্তুতিমূলক সভা গতকাল বিকাল ৫ ঘটিকার সময় ফুলবাড়িগেট বঙ্গবন্ধু চত্ত্বরে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স, ম, রেজোয়ান আলী, প্রধান অতিথি ছিলেন মহানগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমান্ডার জব্বার ইঞ্জিনিয়ার ও সহকারি কমান্ডার আইয়ুব আলী।
উক্ত সভায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৬ ঘটিকা হতে দিনব্যাপী কোরআন তেলাওয়াত ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার ও আসর বাদ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাছাড়া কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনুরূপ কর্মসূচি প্রতিটি ওয়ার্ডে পালন করার জন্য ওয়ার্ড কমিটির নেতৃত্বে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোল্লা মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আসাব উদ্দিন ক্বারী, বীর মুক্তিযোদ্ধা মল্লিক মাহাতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কাগজী আজগর আলী, বীর মুক্তিযোদ্ধা বাবর আলী সরদার প্রমুখ।