পাকা আমের মৌসুমে কম-বেশি আমরা সবাই নানা পদ্ধতিতে ফ্রিজারে আম সংরক্ষণ করেছি। নিশ্চয়ই কেউ কম কেউ বা অনেক বেশি পরিমাণে আম ফ্রিজারে রেখেছেন? কিন্তু জানেন কি, সংরক্ষিত এই আম কতদিন পর্যন্ত ফ্রিজারে ভালো থাকবে?
আপনার এই প্রশ্নের উত্তর রয়েছে আমাদের আজকের প্রতিবেদনে। চলুন তবে জেনে নেয়া যাক ফ্রিজারে পাকা আম কতদিন পর্যন্ত ভালো থাকবে-
মূলত ফ্রিজারে আম এক বছর পর্যন্ত ভালো থাকে। সংরক্ষণ করা আম দিয়ে বছরের যেকোনো সময় আমের মিল্কশেক কিংবা দুধ-আম খেতে পারেন। তবে এক বছরের বেশি সময়ে এই আম খাওয়া স্বাস্থ্যের পক্ষে মোটেও উপকারী নয়।
Leave a Reply