জাবিতে ৬ শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া ২০ জুন পর্যন্ত স্থগিত
রোস্তম আলী : | ১৫ জুন ২০২১ | ৩:৪৪ অপরাহ্ণ
জাবিতে ৬ শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া ২০ জুন পর্যন্ত স্থগিত
FacebookTwitterShare
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগে ৬ জন শিক্ষক অনলাইনে নিয়োগ প্রক্রিয়া আগামী ২০ জুন পর্যন্ত স্থগিত রাখতে বলেছেন হাইকোর্ট। এই সময়ের মধ্যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত নথি আদালতে দাখিল করতে বলা হয়েছে। একইসাথে অনলাইনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে ৬ জন শিক্ষক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জের রিটের আদেশের জন্য ২০ জুন দিন ধার্য করেছেন আদালত।
Surjodoy.com
মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক ও অ্যাডভোকেট সৈয়দা নাসরিন। জাবির পক্ষে ছিলেন অ্যাডভোকেট কুমার দেবুল দে। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
The Daily surjodoy
গত ১০ জুন অনলাইনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে ছয় জন শিক্ষক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে দর্শন বিভাগে ৬ জন শিক্ষক নিয়োগে সার্কুলারের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়।
দর্শন বিভাগের চার শিক্ষক এ রিট দায়ের করেন। রিটকারী শিক্ষকরা হলেন- ড. মো. কামরুল আহসান, ড. এস এম আনোয়ার উল্লাহ ভূঁইয়া, মো. জাকির হোসাইন ও আব্দুস সাত্তার।
The Daily surjodoy
রিট আবেদনে বলা হয়েছে, গত ১১ ফেব্রুয়ারি দর্শন বিভাগে ৬ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয়। করোনার সময় যেখানে শিক্ষার্থীরা ক্লাস করার সুযোগ পাচ্ছে না, সেখানে তড়িঘড়ি করে অনলাইনে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে আসছিলেন জাবির দর্শন বিভাগের শিক্ষকেরা। এই নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত করতে এর আগে আইনি নোটিশ দেয়া হয়েছিল। নোটিশের জবাব না পেয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত চেয়ে রিট করা হয়। রিটে শিক্ষা সচিব, ইউজিসির চেয়ারম্যান, জাবির ভিসি, রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
The Daily surjodoy
এর মধ্যে গত ১২ জুন অনলাইনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে ৬ জন শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।