আজ সোমবার ৪ জানুয়ারি সকালে জামালপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে জেলা ছাত্রলীগ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ১২টায় শহরের বকুলতলা চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শুরু করে শহর প্রদক্ষিণ শেষে সরকারি জাহেদা সফির মহিলা কলেজ গেট প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু ও ছানোয়ার হোসেন ছানু, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান আকন্দ বাবু ও মিজানুর রহমান সুজন প্রমুখ।
Leave a Reply