নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
নানা অনিয়মের অভিযোগে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের বিচারক রুস্তম আলীকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে।
বুধবার বিকেলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জয়পুরহাট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুলানের বিচারক (জেলা ও দায়রা জজ সমমান) মোঃ রুস্তম আলী কে জনস্বার্থে প্রত্যাহার করে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়। এবং তার দায়িত্ব ভার জয়পুরহাট জেলা ও দায়রা জজ মোঃ নূর ইসলাম এর নিকট অর্পন করে অনতিবিলম্বে বদলিকৃত কর্মস্হলে যোগদানের জন্য বলা হয়েছে।
জয়পুরহাট জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহনুর রহমান শাহিন বলেন, আইনজীবী দের সাথে অসৌজন্যমূলক আচরণ, দেরীতে এজলাসে আসা ও অর্থের বিনিময়ে চাঞ্চল্যকর মামলার আসামীদের জামিন ও খালাস দোওয়া সহ ইত্যাদি অভিযোগে জয়পুরহাট জেলা আইনজীবী সমিতি কর্তৃক তাঁর আদালত গত ২৯ নভেম্বর ২০২১ তারিখ হতে অনির্দিষ্ট কাল পর্যন্ত বর্জন কর্মসূচি চলমান ছিল।
জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল বলেন, জয়পুরহাট আইনজীবি সমিতি সব সময় ন্যায়ের পক্ষে কাজ করে। আজকে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে। তার বদলি হওয়াতে আন্দোলনের সুষ্ঠ প্রতিফলন পেয়ে আমরা খুশি।
গেল ১০ নভেম্বর বুধবার বিকেল ৩ টায় জেলা আইনজীবি সমিতির বার্ষিক সাধারন সভা শেষে সমিতির আইজীবীরা সিদ্ধান্ত নেন বিচারক মোঃ রুস্তম আলী অর্থের বিনিময়ে জামিন, রায় দিয়ে আসছেন এমন অনিয়ম সহ্য করা হবে না। তাই উনাকে আগামী ২৮ নভেম্বরের মধ্যে ওই স্থান ত্যাগ করতে হবে। না করলে পরেরদিন ২৯ নভেম্বর থেকে তার আদালত বর্জন করা হবে। এই সময়ে বিচারকের বিরুদ্ধে নানা অভিযোগ আইনমন্ত্রী, প্রধান বিচারপতি, দুদুক সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।
ওই উপস্থিত ছিলেন, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এ্যাড.নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি , সাধারণ সম্পাদক এ্যাড. শাহনূর রহমান শাহীন, বিজ্ঞ জিপি এ্যাড. মোমিন আহম্মেদ চৌধুরী, নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এ্যাড.ফিরোজা চৌধুরী প্রমুখ।