শনিবার (১২ জুন) রাতে সদর উপজেলার ১ নং ধলাহার ইউপির বালিয়াতৈর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত, আবু সায়েম সদর উপজেলার ১ নং ধলাহার ইউপির বড় বালিয়াতৈর গ্রামের লাল মোহাম্মদের ছেলে।
The Daily surjodoy
থানা পুলিশি সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা-পিপিএম’র নির্দেশে জেলা জুড়ে মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি একে.এম আলমগীর জাহানের দিকনির্দেশনায় শনিবার রাতে থানার সাব-ইন্সপেক্টর পুলক সরকারসহ সঙ্গীয় ফোর্সরা সদর উপজেলার ১ নং ধলাহার ইউপির বড় বালিয়াতৈর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে আবু সায়েমের ঘর তল্লাশি চালিয়ে ৫ শ গ্রাম শুকনা গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
The Daily surjodoy
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) একে.এম আলমগীর জাহান বলেন,পুলিশ সুপারের নির্দেশে জেলা জুড়ে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে থানার সঙ্গীয় ফোর্সরা বালিয়াতৈর গ্রামে অভিযান চালিয়ে ৫ শ গ্রাম শুকনা গাঁজাসহ আবু সায়েমকে আটক করা হয়েছে।
The Daily surjodoy
ওসি আরও জানান আটক সায়েম দীর্ঘদিন ধরে সুকৌশল গাঁজা সেবনকারীদের নিকট গাঁজা বিক্রয় করে আসছিল। রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply