জয়পুরহাটে ট্রাক চাঁপায় এক ব্যক্তির মৃত্যু’ঘাতক ট্রাক জব্দ
নিরেন দাস,জয়পুরহাটঃ-
জয়পুরহাটের কালাইয়ে ট্রাক চাঁপায় পৃষ্ট হয়ে সেলিম আহম্মেদ (৩৮) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করেছে থাবা পুলিশ।
মঙ্গলবার(১৩ জুলাই) দুপুরে কালাই উপজেলার সরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম আহম্মেদ জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বালিঘাটা এলাকার আনিছুর রহমানের ছেলে বলে তার পকেটে থাকা এনআইডি কার্ডের মাধ্যমে পরিচয়ের বিষয়টি শনাক্ত করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান,মঙ্গলবার দুপুরে জয়পুরহাটগামী বগুড়ার দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাক কালাই উপজেলার সরাইল এলাকায় পৌঁছাইলে বগুড়াগামী অপর একটি ট্রাককে ওভারটেক করছিল। এসময় সড়কের পাশ দিয়ে সেলিম আহাম্মদ হেটে যাওয়ার সময় ট্রাকটি পথচারী সেলিমকে চাঁপা দেয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন,সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক চাঁপায় পৃষ্ট হওয়া এক ব্যক্তির ছিন্নবিচ্ছিন্ন লাশটি উদ্ধার করে থানায় নেয়ার পরে নিহত ব্যক্তির পকেটে থাকা এনআইডি কার্ডটি দেখে তার পরিচয় শনাক্ত করে। তিনি আরও বলেন ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও ট্রাকের চালক হেলপার পলাতক রয়েছে তাদের আটকের জন্য পুলিশি অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।
Leave a Reply