নিরেন দাস,জয়পুরহাটঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে (১৪) বছরের শারীরিক ও মানসিক এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে রুহুল আমিন টুটুল (৪৯) নামে এক ধর্ষককে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ধর্ষক- উপজেলার রামভদ্রপুর গ্রামের মৃত বজলু মাষ্টারের ছেলে।
থানায় মামলা সূত্রে জানাগেছে, শুক্রবার(১৯ ফেব্রুয়ারি) সকালে ছোট বাচ্চাদের সঙ্গে বাড়ির পাশে সুপারির কুড়াতে যায় প্রতিবন্ধী ওই তরুণী। সেখান থেকে সুপারি দেওয়ার কথা বলে রুহুল আমিন টুটুল তার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এ ঘটনার পর বাড়িতে এসে ধর্ষণের বিষয়টি তার মা-বাবাকে জানায় প্রতিবন্ধী ওই তরুণী। পরে প্রতিবন্ধী ওই তরুণীর পরিবার বাদী হয়ে থানায় ধর্ষনের মামলা করলে রাতে ধর্ষককে পুলিশ আটক করে।
আটকের বিষয়টি নিশ্চিত করে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, তরুণী ধর্ষণের ঘটনায় তার পরিবারের লোকজন এসে থানায় মামলা করলে রাতে ধর্ষককে আটক করে আদালতে সোপর্দ করা হয়।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..