নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জয়পুরহাটে ১৪ দিনব্যাপী শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২১।
মঙ্গলবার(৩০ নভেম্বর) বিকেলে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম। এ খেলার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে জেলা প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) আনোয়ার পারভেজ, সদর উপজেলা চেয়ারম্যান এস.এম সোলায়মান আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম হাক্কানী, মোমিন আহম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, কালাই পৌর মেয়র রাবেয়া সুলতানা, সদর থানার অফিসার ইনচার্জ আলমগীর জাহান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদুল আলম লেবুসহ আরো অনেকেই।
আয়োজকরা জানিয়েছেন, মুজিবশতবর্ষ উদযাপন ও যুব সমাজকে মাদক, সন্ত্রাস থেকে দুরে রাখতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ১৪ দিন ব্যাপী এ খেলায় জেলার মোট ১০টি দল অংশ নিচ্ছে। প্রথম দিনের খেলায় কালাই পৌরসভাকে ১-০ গোলে পরাজিত করে পাঁচবিবি উপজেলা।