নিরেন দাস,জয়পুরহাটঃ-
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া রেলগেট এলাকার একটি ভুট্রা ক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (১৩ মার্চ) ভোরে আটাপাড়ার রেলগেট সংলগ্নের একটি ভুট্টার ক্ষেত থেকে অজ্ঞাত ওই লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান,আজ ভোরে কয়েকজন পথচারী ওই ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় লাশটি দেখতে পেয়ে পাঁচবিবি থানা পুলিশকে খবর দিলে কিছুক্ষণ পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এবিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব দৈনিক সূর্যোদয় কে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত লাশটির পরিচয় পাওয়া যায়নি তবে তদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছেনা।