নিরেন দাস,জয়পুরহাটঃ-
জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। শুক্রবার (২৬ মার্চ) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৫০ বার তোপ ধ্বনির মধ্য দিয়ে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসের সূচনা হয়।
দিবসটি উপলক্ষ মুক্তিযুদ্ধর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু-এমপি, নবাগত জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি আরিফুর রহমান রকেট,সদর উপজেলার চেয়ারম্যান এসএম সোলায়মান আলী,
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল মুক্তিযোদ্ধা কমান্ড আমজাদ হোসেন, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রেবেকা সুলতানা, জেলা আওয়ামী লীগসহ বিভিন অঙ্গসংগঠন ও সরকারী-বেসরকারী, শিক্ষা, সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ও প্রতিষ্ঠান।
এছাড়াও জয়পুরহাট জেলায় সারাদিনব্যাপী সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠান বিভিন কর্মসূচি পালন করছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..