নিরেন দাস,জয়পুরহাটঃ-
জয়পুরহাটের পাঁচবিবি পৌর এলাকার নারায়নপুর থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সিমা ও রুমি নামে দুই জন নারী মাদক ব্যবসায়ী কে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার(১৭ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আটককৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার বড় নারায়নপুর এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী সিমা আক্তার (২৫) ও নাকুরগাছী এলাকার আয়নালের মেয়ে রুমি আক্তার (২২)।
জয়পুরহাট ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ আল মামুন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার ভোররাতে পাঁচবিবি পৌর এলাকার নারায়নপুরে একটি বাড়িতে কয়েকজন মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে এমন গোপন সংবাদ আসে ডিবি পুলিশের কাছে। এমন গোপন সংবাদে (ডিবি) পুলিশ সেখানে পৌঁছালে কারবারিরা দৌড়ে পালানোর চেষ্টা করে।
এসময় তাদের আটক করে তল্লাশী চালিয়ে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জয়পুরহাট জেলা কারাগারে সোপর্দ করা হয়েছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..