নিরেন দাস,জয়পুরহাটঃ-
জয়পুরহাটের পাঁচবিবিতে এক নারী হোটেল শ্রমিককে ধর্ষণের অভিযোগে ছাইদুল রহমান (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধাবার রাতে উপজেলার খাসবাট্রা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত-ধর্ষক ছাইদুল রহমান উপজেলার খাসবাট্রা গ্রামের মৃত মালেকের ছেলে।
থানায় মামলা সূত্রে জানাগেছে, ধর্ষণের শিকার ওই নারী হোটেল শ্রমিকের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। বর্তমানে জয়পুরহাট পৌর শহরের বিশ্বাস পাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে থেকে শহরের নতুন হাট এলাকায় ছিদ্দিকের হোটেলে নারী শ্রমিকের কাজ করেন তিনি। হোটেলে কাজের সুবাদে পরিচয় হয় পাঁচবিবি উপজেলার খাসবাট্রা গ্রামের মৃত মালেকের ছেলে ছাইদুলের সঙ্গে।
চলমান লকডাউনে হোটেল বন্ধ থাকায় পরিবারের সদস্য নিয়ে বিপাকে পড়েন সে। নারীটির এমন অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে ভাত রান্নার কাজ দেওয়ার কথা বলে ১৩ এপ্রিল রাতে পাঁচবিবি উপজেলার পাটাবুকা গ্রামের একটি বাগানে ডেকে এনে ধর্ষণ করে পালিয়ে যায় ছাইদুল। এঘটনায় ১৪ এপ্রিল বুধবার বিকেলে ভুক্তভোগী নারী হোটেল শ্রমিক বাদি হয়ে থানায় ধর্ষণের একটি মামলা করলে পুলিশ রাতেই তাকে আটক করে।
এবিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব যমুনা দৈনিক সূর্যোদয়কে জানান,আটককৃত আসামীকে সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় ভুক্তভোগী নারী হোটেল শ্রমিককে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply