টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানার উদ্যোগে বুধবার সকালে “ওপেন হাউজ ডে” উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ অপরাধ দক্ষিণ বিভাগ এর এডিসি শাহাদাত হোসেন, টঙ্গী জোন সহকারী পুলিশ কমিশনার আশরাফুল আলম, টঙ্গী পশ্চিম থানা অফিসার ইনচার্জ এমদাদুল হকসহ এলাকার বিভিন্ন ওয়ার্ডের গন্যমান্যবক্তি বর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস আই নাজমুল হুদা। আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা ডা. নাজিম উদ্দিন আহমেদ, মোজাম্মেল হক, সভাপতি কলাবাগান মসজিদ কমিটি, স্থানীয় আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম, মেহের খান, শিক্ষক টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ, স্থানীয় সাংবাদিক মো: বশির আলম মাল, যুবলীগ নেতা আবু সাঈদ, হাতেম মাষ্টার প্রমুখ। এ সময় বক্তারা পুলিশী সেবা বিভিন্ন দিক তুলে ধরে বিগত দিনের তুলনায় ছিনতাই, চাঁদাবাজী, ভূমিদস্যুর দৌরাত্ব কমলেও বর্তমানে বখাটে কিছু উৎপাত রয়েছে। এই সকল বিভিন্ন সমস্যার কথা সাধারণ জনগণ উপস্থাপন করেন। পুলিশের পক্ষ থেকে এডিসি ক্রাইম শাহাদাত হোসেন তার বক্তব্যে সকলকে আশ^স্ত করেন আপনাদের কথাগুলো আমি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছি। বখাটে উৎপাতের বিষয়গুলো আইনগত নির্দেশনা থাকবে। আপনারা যে কোন বিষয় পুলিশকে অবগত করবেন। যদি কোন প্রকার আইনগত সেবা থেকে বঞ্চিত বা পুলিশী হয়রানির স্বীকার হন সে বিষয়ে আমাদেরকে জানাবেন। আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণে সচেষ্ট হবো। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো: এমদাদুল হকের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।