শহিদুল ইসলাম সোহেলঃ
টাঙ্গাইলের কালিহাতিতে সুমাইয়া (১৫) নামে নবম শ্রেনীর এক শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজের সামনে খোকনের বাড়ির সিড়িকোঠা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া একই স্থান থেকে গুরুতর আহত অবস্থায় মনির নামের এক কিশোরকে উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত মনিরের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, সকালে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জবাই করা এক কিশোরী ও এক কিশোরকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। এসময় কিশোর মনিরকে (১৭) গুরুতর আহতাবস্থায় উদ্ধার করা হয়। তার অবস্থাও আশংকাজনক।
তিনি আরো বলেন,নিহত কিশোরীর নাম সুমাইয়া আক্তারের বাড়ী উপজেলার পালিমা গ্রামের ফেরদৌস রহমানের মেয়ে ও এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী। প্রাথমিকভাবে এ ঘটনার রহস্য জানা যায়নি।
এলেঙ্গা পৌরসভার কাউন্সিলর বরকত আলী জানান, স্থানীয়দের ভাষ্যমতে আহত মনির ও সুমাইয়ার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। মনির ভাবলা গ্রামের মেহের আলীর ছেলে। সে পেশায় পরিবহন শ্রমিক।
টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. রাজিব পাল চৌধুরী জানান, মনিরের পেট থেকে ভুরি বেরিয়ে পড়েছে। তার গলায়, ঘাড়ে ও শরীরের বিভিন্ন স্থানে কাটা ক্ষত আছে। তার অবস্থা আশঙ্কাজনক বিধায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..