শহিদুল ইসলাম সোহেলঃ
টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের ৩ দিন পর এক মাদরাসা ছাত্রের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সন্ধায় উপজেলার সল্লা ইউনিয়নের বিলছাইয়া এলাকার একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মাদরাসা ছাত্র ফাহিম (১০) উপজেলার দেওপুর দক্ষিন পাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে।সে বিলছাইয়া আল মারকাযুদ্দীনিয়্যাহ মদিনাতুল উলুম মাদরাসার ছাত্র ছিলো।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়,নিহত ওই ছাত্র স্থানীয় ‘বিলছাইয়া আল মারকাযুদ্দীনিয়্যাহ মদিনাতুল উলূম মাদরাসায়’ হেফজ খানায় পড়ালেখা করতো।
গত সোমবার ভোর থেকে নিখোঁজ ছিলো ফাহিম।পরে বৃহস্পতিবার বিকেলে বিলের মধ্যে ভাসমান মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে কালিহাতি থানা পুলিশ ঘটনাস্হলে গিয়ে লাশ উদ্ধার করে।
এব্যাপারে স্হানীয়রা জানান,নিখোঁজের বিষয়টি রহস্যজনক।তারা বিষয়টির সুষ্ঠ তদন্ত দাবি করেন।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।