শহিদুল ইসলাম সোহেলঃ
টাঙ্গাইলের সখিপুরে পুত্রবধূকে ধর্ষণ করে গর্ভপাত করার অভিযোগে শশুরকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার (৮অক্টোবর) সকালে সখিপুর উপজেলার লাংগুলিয়া গ্রামের বংশীবাড়ি চালা বাজারেধর্ষক শ্বশুর নাছির উদ্দিন উরফে নাছুর শাস্তি দাবিতে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আব্দুল হালিম বাউল এর সভাপতিত্বে ধর্ষক শ্বশুর নাছির উদ্দিন উরফে নাছুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে এ মানববন্ধনে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন,দলিল লেখক আরিফুল ইসলাম পানু,সাবেক ইউনিয়ন যুবলীগ নেতা রুবেল মিয়া,কান্দু মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
এ ঘটনার বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান,পুত্রবধূ গর্ভবতীর ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য শ্বশুর নাছির উদ্দিন কয়েকদিন আগে ৫ মাসের অন্তঃস্বত্তা পুত্রবধুর গর্ভপাত ঘটায়।এরপর গ্রামের কয়েকজন অর্থলোভী দুষ্কৃতিকারী মানুষের উপস্থিতিতে একশত টাকার স্ট্যাম্পে ২লাখ ৩০হাজার টাকা উল্লেখ করে ২লাখ ১০হাজার টাকা দিয়ে পুত্রবধূকে ৭নং দাড়িয়াপুর ইউনিয়নের কৈয়ামধু কারিগর পাড়া এলাকায় তার বাবার বাড়ি পাঠিয়ে দেয়। ঘটনাটি মুহূর্তের মধ্যেই এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদের সৃষ্টি করে।আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)এ.কে সাইদুল হক ভূঁইয়া বলেন,এ বিষয়ে এখনো কেউ কোন লিখিত অভিযোগ করেনি।অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..