শহিদুল ইসলাম সোহেল,টাঙ্গাইল:
টাঙ্গাইলে ভুতুড়ে বিদ্যুৎ বিলের শিকার বাসাইল উপজেলার বৃদ্ধা শ্যামলা বেগমসহ সকল ভুক্তভোগী গ্রাহকদের সমস্যার সুষ্ঠ সমাধানের দাবীতে এবং পল্লী বিদ্যুতের গ্রাহক হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।টাঙ্গাইল জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল ছাত্র কল্যান পরিষদ।
বৃহস্পতিবার(৩ সেপটেম্বর)সকাল দশটায় টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে ঢাকাস্থ টাঙ্গাইল সদর উপজেলা ছাত্র কল্যান পরিষদের আয়োজনে দুই ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ঢাকাস্থ টাঙ্গাইল সদর উপজেলা ছাত্র কল্যান পরিষদের সভাপতি সাব্বির হোসেন শুভ, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ তুষার, সাংগঠনিক সম্পাদক মো. সাজন সরকার, পরিবেশ বিষয়ক সম্পাদক মানস বিশ্বাস তাপস, সদস্য নাজিউর রহমান আকাশসহ ছাত্র কল্যান পরিষদের সদস্য বৃন্দ।
উক্ত মানববন্ধনে উপস্থিত বক্তারা,অবিলম্বে বৃদ্ধা শ্যামলা বেগমের বিরুদ্ধে বিউবো হয়রানি মূলক মামলা প্রত্যাহার সহ গ্রাহক হয়রানী বন্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
উল্লেখ্য, শ্যামলা বেগমের নামে এক লাখ ১৪ হাজার ৬শ’ ২৭ টাকা বিদ্যুৎ বিল দেখিয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে। টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী দপ্তরের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ (বিউবো) এর সহকারী প্রকৌশলী মো. সাইমুম শিবলী বাদী হয়ে টাঙ্গাইলের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) বিদ্যুৎ আদালতে মামলাটি দায়ের করেন। ফলে নিরীহ শ্যামলা বেগম চড়মভাবে হয়রানির শিকার হচ্ছে। এ মামলায় আগামী ১৪ সেপ্টেম্বর বিবাদী বৃদ্ধা শ্যামলা বেগমকে আদালতে হাজির হওয়ার জন্য বলা হয়েছে।