1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় তিন স্কুলছাত্র নিহত
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:০২ অপরাহ্ন

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় তিন স্কুলছাত্র নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১, ৮.০৩ এএম
  • ২৪১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন স্কুলছাত্র নিহত হয়েছেন।
আজ ৮ নভেম্বর সোমবার সকাল সাড়ে ১০টার সময় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হচ্ছেন,মৃত ছমির উদ্দিনের ছেলে শরীফ (১৬), শাহজালালের ছেলে আবু বকর (১৬) এবং মৃত রমজান আলীর ছেলে সাইম (১৬)। তারা সকলেই ধলাপাড়া এস.ইউ.পি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। তাদের তিনজনেরই বাড়ি ধলাপাড়া ইউনিয়নের জাইপা আটা গ্রামে বলে জানা গেছে।
এলাকাবাসী এবং প্রত্যক্ষদর্শীরা জানান,আজ সকালে তিন বন্ধু শরীফ,আবু বকর এবং সাইম মিলে একটি টিভিএস কোম্পানির এপাচি মোটরসাইকেল নিয়ে ধলাপাড়া থেকে শহর গোপিনপুরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে সরিষাআটা মোড়ে পৌঁছলে অনিয়ন্ত্রিত গতিতে থাকা মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন এবং আরেকজনকে মারাত্মক আহত অবস্থায় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
স্থানীয়রা আরও জানান, এলাকার কিছু উঠতি বয়সি ছেলে অনিয়ন্ত্রিত ও বেপরোয়াভাবে মোটরবাইক চালায়। তারা বিভিন্ন সময়ে মোটরবাইক নিয়ে রাস্তায় বের হয়ে নিজেদের মধ্যে অসম প্রতিযোগিতায় লিপ্ত হয়। এমনকি তারা দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে এলাকার সাধারণ মানুষজনদের মধ্যে ভীতির সঞ্চার করেন। তারা মোটরসাইকেলে উচ্চ মাত্রার হর্ন বাজিয়ে এলাকায় আতঙ্কও তৈরি করেন। আজকে সড়ক দুর্ঘটনায় নিহত তিনজন কিশোরের চালিত মোটরসাইকেলটি অনিয়ন্ত্রিত গতিতে ছিল এবং মোড় অতিক্রমের সময় তারা তাদের বাইকটির নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারার কারণে রাস্তা থেকে ছিটকে গিয়ে সরাসরি গাছের সাথে ধাক্কা লেগে ওদের জীবন দিতে হলো।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম সরকার পি.পি.এম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাচ্ছি। ধলাপাড়া পুলিশ ফাঁড়ির অফিসাররা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। সর্বশেষ যতটুকু জানতে পেরেছি মোটরবাইকের তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews