নিজস্ব প্রতিবেদকঃ
টাঙ্গাইলে ২০০পিছ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।মঙ্গলবার(১৯ জানুয়ারী)সন্ধ্যায় টাঙ্গাইলের ঘারিন্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের অাটক করে র্যাব-১২ টাঙ্গাইল।এসময় তাদের দেহ তল্লাশি করে ২০০পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া( গান্জেনা)এলাকার মৃত কলিমউদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল মামুন এবং ঘাটাইলের পেচারআটা(মাটিআটা)গ্রামের আশরাফ আলীর ছেলে খোকন মিয়া।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
র্যাব-১২ টাঙ্গাইলের সিপিসি-৩, কোম্পানি কমান্ডার,সিনিয়র সহকারী পুলিশ সুপার,রওশন আলী জনান,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার(১৯ জানুয়ারী)সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা এলাকায় অভিযান চালায়।এসময় ২০০পিছ ইয়াবাসহ আব্দুল্লাহ আল মামুন এবং খোকন মিয়া নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এব্যাপারে তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।তিনি আরও বলেন, তারা দীর্ঘদিন ধরে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলো।তাদের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..