আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ীতে সাউথ এশিয়ান ক্রাইম ওয়াচ সোসাইটির পরিচালনায় ধনবাড়ীর কয়াপাড়া এলাকায় নারী অধিকার পরিষদের আয়োজনে শুক্রবার(৩১ডিসেম্বর) বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নারী অধিকার পরিষদের নেতৃ জোসনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অপরাধ পর্যবেক্ষণ ও মানবাধিকার সংস্থা মধুপুর শাখার সভাপতি সার্জেন্ট (অব:) গোলাম কিবরীয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ধনবাড়ী শাখার সভাপতি শহিদুল্লাহ মাস্টার, অপরাধ পর্যবেক্ষণ ও মানবাধিকার সংস্থা মধুপুর শাখার তদন্ত কর্মকর্তা অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার শাহজামান, প্রেসক্লাব মধুপুরের সহ-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি নারী নির্যাতন, বাল্যবিবাহ,পারিবারিক সহিংসতা, যৌতুক, স্বামী-স্রীর মাঝে অমিল, বৃদ্ধ পিতা মাতাকে অবহেলা, তালাকের কুফল ইত্যাদি বিষয় তুলে ধরে জনসচেতনা মূলক আইনী সহায়তা ও আইনী পরামর্শ মূলক বক্তব্য দেন।অনুষ্ঠানটি সন্চালনা করেন অপরাধ পর্যবেক্ষণ ও মানবাধিকার সংস্থা মধুপুর শাখার সাধারণ সম্পাদক সার্জেন (অব:) শাকের আহমেদ,। আলোচনা সভায় শতাধিক নারী উপস্হিত ছিলেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..