আনিছুর রহমান স্টাফ রিপোর্টার ঃ
টেকনাফ থানার বহিস্কৃত ওসি প্রদীপ। যিনি টেকনাফে ২০৪ জন মানুষকে এভাবে হাতকড়া পড়িয়ে ক্রসফায়ার দিয়েছিল।
এদের অধিকাংশই নিরপরাধ বলে জানান স্থানীয়রা । কিছুদিন আগেও ওনি টেকনাফে সিংহ ছিল। যার ভয়ে শিশুরা ঘুমিয়ে যেত। নিরহ লোকজন তার নাম শুনলে ভয়ে কেপে উঠতো। সেই সিংহের হাতে আজ হাত কড়া
তার ক্ষমতা আজ কোথায় এতে খুশি তার এলাকাবাসি।
এক বৃদ্ধ কাকা বলেন আসলে, ক্ষমতার দাপট চিরস্থায়ী নয়! আর কোন বন্দুক যুদ্ধ চাইনা, আমরা আশাবাদি তার সর্বোচ্চ শাস্তি হউক। যে শাস্তি দেখে সমস্ত প্রদীপরা ভয় পেয়ে যাবে। যা দেখে আর কেউ যাতে এই ধরনের কর্মকাণ্ডে আর জড়িত না হয়।
সাধারন মানুষের চাওয়া দেশে প্রতিষ্ঠিত হবে আইনের শাসন। পুলিশ হবে জনগণের বন্ধু। থানা হবে নিরাপদ আশ্রয়স্থল।
আসলে এই প্রদীপ কখনো পুলিশ ছিলনা। পুলিশের ছদ্মবেশে হিংস্র জানোয়ার ছিল।যার অব্যাহত অপকর্মে পুলিশ বিভাগের সুনাম ক্ষুন্ন হয়েছে। প্রুচুর মানহানি হয়েছে।
আমরা মানবিক পুলিশ চাই। যে পুলিশের মন থাকবে, মনুষ্যত্ব থাকবে, প্রেম ভালবাসা থাকবে,নৈতিকতা থাকবে।