অনলাইন ডেস্ক
কক্সবাজারের টেকনাফ শালবন পাহাড়ে র্যাবের সাথে গোলাগুলিতে আলোচিত রোহিঙ্গা ডাকাত জকির বাহিনীর প্রধান জকিরসহ তিন ডাকাত নিহত হয়েছে। এই ঘটনায় উদ্ধার করা হয়েছে ৭টি দেশিয় তৈরি অস্ত্র, দুইটি বিদেশি পিস্তল ও ২৫ রাউন্ড গুলি।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার দিকে টেকনাফের ২৬ নাম্বার রোহিঙ্গা শিবিরের শালবন পাহাড়ে এই ঘটনা ঘটে।
কক্সবাজারের র্যাব ১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, দীর্ঘ প্রচেষ্টার পর বিকালে পাহাড়ের ভিতরে জকির গ্রুপের অবস্থান পেয়ে অভিযানে যায় র্যাব সদস্যরা।
এসময় র্যাবের সাথে গোলাগুলিতে বাহিনীর প্রধান জকিরসহ তিনজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এবিষয়ে বিস্তারিত প্রেস বিফ্রিংয়ে জানানো হবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
Leave a Reply