কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার পুর্বক অবৈধ অস্ত্রধারী এক দম্পতি কে আটক করেছে বলে জানা গেছে। আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন মনিরঘোনা থাইংখালী এলাকার জনৈক শহিদ সিকদারের স্ত্রী সাবেকুন্নাহার (৩২) ও তার স্বামী একই এলাকার জনৈক মোহাম্মদ আবুর পুত্র শহীদ সিকদার (৩৮)।
সুত্রে প্রকাশ, ৩১ ডিসেম্বর ( রবিবার) সকাল অনুমান সাড়ে ১১ ঘটিকায় হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনে চেকপোস্ট বসিয়ে থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গনির নেতৃত্বে এস আই শাহাদত হোসেন সিরাজী সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে দেহ তল্লাশি চালিয়ে মহিলার শরীরে বিশেষ কায়দায় ফিটিংস অবস্থায় ৩টি অবৈধ দেশীয় তৈরী অস্ত্র এলজি উদ্ধার পুর্বক জব্দ তালিকা মুলে জব্দ করা হয়েছে।
এব্যাপারে ওসি মুহাম্মদ ওসমান গনি দৈনিক সূর্যোদয়কে বলেন, কক্সবাজার জেলার পুলিশ সুপার
মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার), মহোদয়ের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেল,মোঃ রাসেল,পিপিএম-সেবা মহোদয় এর তথ্যপ্রযুক্তি নির্ভর সুস্পষ্ট দিক নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে আমি সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে আসামীদ্বয়কে অস্ত্র সহ গ্রেফতার করতে সক্ষম হই। আসামীদ্বয় জ্ঞাতস্বারে অবৈধ অস্ত্র নিজেদের হেফাজতে রাখিয়া ১৮৭৮ সালের অস্ত্র আইনের 19A ধারার অপরাধ করেছেন বিধায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হইয়াছে। মাদক চোরাচালান, অস্ত্র উদ্ধার, মানবপাচার রোধ কল্পে এ অভিযান অব্যাহত থাকবে।