নিজস্ব প্রতিবেদক :করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী দ্বিতীয়বারের মতো প্লাজমা থোরাপি নিয়েছেন।
করোনা চিকিৎসার অংশ হিসাবে শুক্রবার (২৯ মে) ডা. জাফরুল্লাহ এ থেরাপি নেন।
বিষয়টি নিশ্চিত করে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্লাজমা নেওয়ার পর অনেক সুস্থ বোধ করছি। তবে আরও দশ দিন আইসোলেশনে থাকতে হবে। আজ একটা এক্সরেও করিয়েছি। সব ঠিক আছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে না।
এ সময় গণস্বাস্থ্য কেন্দ্রে একটি প্লাজমা সেন্টার করারও আশাবাদ ব্যক্ত করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।