এম এ রহিম
পটিয়াস্থ পাচুরিয়ায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নতুন উদ্যোক্তা নূর পরিবার বাজারে আনতে যাচ্ছেন নতুন প্রযুক্তির সাবান ও ডিটারজেন্ট পাউডার। তাঁরা জানিয়েছেন এগুলো সম্পুর্ণ দেশীয় কোম্পানি এবং দেশীয় উন্নত প্রযুক্তির মাধ্যমে তৈরী তো হবেই সাথে থাকবে উন্নত সুগন্ধি ও সঠিক কার্যকারিতায় অতুলনীয়। উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র খতমে কুরআন, খতমে আনআম,খতমে গাউছিয়া, মিলাদুন্নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে মুনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শায়খুল হাদীস আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আল্লামা হাফেজ সোলাইমান আনছারী হুজুর (মঃজিঃআঃ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীর হাট মাদ্রাসার প্রভাষক বিশিষ্ট ওয়ায়েজিন আল্লামা গাজী আবুল কালাম বয়ানী (মঃজিঃআঃ),পটিয়া করণখাইন রহমানিয়া মুহাম্মদিয়া কাদেরিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব ডাঃমুহাম্মদ ফিরোজ উদ্দিন, রহমানিয়া মুহাম্মদিয়া কাদেরিয়া দাখিল মাদ্রাসার সূপার মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম আলকাদেরীসহ বেশ ক’জন।উপস্থিত থেকে ফ্যাক্টেরী করার এবং গুনগত মান সম্পর্কে বক্তব্য রাখেন শিল্প উদ্যোক্তা জনাব নূর সোবহান চৌধুরী এবং নূর আলী চৌধুরী।
Leave a Reply