নিজস্ব প্রতিবেদক,
সাভারে স্ট্যান্ডের পাশে মজিদপুর চৌরাস্তা এলাকায় ভুঁইফোড় পরিচয় দিয়ে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে এক প্রতারক কিছুদিন আগে জেল খেটেছে।
তার নামে সাভার মডেল থানায় একাধিক মামলা রয়েছে।
এলাকার সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে গরীব অসহায় মানুষগুলোকে ১০০০ টাকার মাসিক সূদ থেকে ১৫০-২০০ টাকা হারে গলায় পারা দিয়ে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে এভাবেই চলছে তার প্রতারণা।
বিষয়টি সাভার মডেল থানার একজন অফিসারের সঙ্গে কথা বলে তার সমাধান পাওয়া যায়নি।
এই প্রতারক চক্রটি সাভারের মজিদপুর চৌরাস্তা এলাকায়, তিন রাস্তার মোড় এলাকায়, হরিশচন্দ্র রাজার বাড়ি মোড় এলাকায়, নামা মসজিদ এলাকায়,
মুসটিমের ২থেকে ৩ জন লোক দাপিয়ে বেড়াচ্ছে।
একেক সময় একেক ভুইফোর পরিচয় দিয়ে চলেছে
বেশ কিছুদিন আগে জেলও খেটেছেন বিস্তারিত জানতে চোখ রাখুন এবং আমাদের সঙ্গেই থাকুন জাতীয় দৈনিক সূর্যোদয় পত্রিকা
কে এই দাদন ব্যবসায়ী, কি তার পরিচয়, ভিন্ন সময়ে ভিন্ন পরিচয় দিয়ে চলছে এই দাদন ব্যবসায়ী,
একাধিক নারী কেলেঙ্কারি সহ তার নামে সাভার মডেল থানায় একাধিক মামলা রয়েছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন
Surjodoy.com