সাভারে স্বতন্ত্র প্রার্থী মুরাদ জং তার রাজনৈতিক অফিস উদ্বোধন করেছেন। এখান থেকে তিনি নির্বাচন পরিচালনা করবেন। নবম জাতীয় সংসদ নির্বাচনের পর অন্তত ১০ বছর পরে সোমবার প্রথম তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদ ঈগল প্রতীক নিয়ে দ্বাদশ নির্বাচনী প্রচারণায় নামেন। দ্বাদশ সংসদ নির্বাচনে এই স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থান থেকে পিকআপ, ট্রাক, ও মোটরসাইকেলযোগে হাজার হাজার নেতাকর্মী সাভারের শিমুলতলায় জড়ো হতে থাকেন। এসময় টাকা আরিচা মহাসড়কের আমিন বাজার থেকে রেডিও কলোনি হয়ে শিমুলতলা পর্যন্ত সড়কের উভয় পাশে নেতাকর্মীরা ফুল ছিটিয়ে মুরাদ জংকে বরণ করে নেয়।
নেতাকর্মীদের ভিড় ঠেলে শিমুলতলা পৌঁছে প্রথমে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে ফিতা কাটার মধ্য দিয়ে অফিসটি উদ্বোধন করেন।
পরে নেতাকর্মীদের উদ্দেশে মুরাদ জং বলেন, ‘মুরাদ জং আছে সাভার-আশুলিয়ার প্রতিটি মানুষের হৃদয়ে। আমি কিচ্ছু কই নাই, আজ আমি কিছু কইতে আসছি। কিছু জিজ্ঞেস করতে আসছি, উত্তর দেবেন তো? রানা প্লাজা কি আমি ফালাইছিলাম? রানা প্লাজা কি আমার ছিল? ওইটার ডিজাইন আমি করছি? ওইখানে আমার কোন ব্যবসা ছিল? একটা বিল্ডিং ভাইঙ্গা পড়ছে, এইখানে আমার দোষ কোথায়?’
তিনি আরো বলেন, ‘আমার লিগা মায়া লাগে না? আমি আপনাদের ছেলে না? আমি আপনাগো ভাই না? প্রধানমন্ত্রী যেহেতু বলছে নির্বাচন কর। আসেন কে জনপ্রিয় সাভার-আশুলিয়াবাসী, ৭ তারিখে ঈগল মার্কায় ভোট দিয়ে তার প্রমাণ দেবেন। ঈগল কি আমার মার্কা? ঈগল আপনাদের মার্কা।’
এসময় আরো উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবর, সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজন, আশুলিয়া ইউনিয়নের যুবলীগ সাধারণ সম্পাদক রাসেল মাদবর, সাভার পৌরসভা সাবেক সাংগঠনিক সম্পাদক জসীমউদ্দীন , সাভার পৌরসভার স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইউসুফ আলী চুন্নু, সাভার থানা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ মোক্তার হোসেনসহ আরো অনেকে।