আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা দিলেন আশুলিয়া থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম ।
সোমবার (২৭শে নভেম্বর ২০২৩) সন্ধ্য ০৬৩০ ঘটিকার সময়ে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ বাসষ্টান সংলগ্ন লাবনী রেষ্টুরেন্ট এর সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি।
এর আগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১৯ আসনে নৌকার মনোনয়ন প্রার্থী হিসেবে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে গন সংযোগ করেন এবং নৌকার পক্ষে ভোট চান তিনি।
গত রবিবার (২৬শে নভেম্বর) নৌকার মনোনায়ন প্রত্যাশীদের এক বৈঠকে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের স্বতন্ত্র পদে নির্বাচনে বাধা নেই বলে জানান।
আমি আওয়ামীলীগের দলীয় মনোনায় প্রত্যাশী ছিলাম কিন্তু আমি পাইনি যেহেতু দলীয় সভানেত্রী স্বতন্ত্র পদে নির্বাচনে অনুমতি দিয়েছে সেহেতু আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসন থেকে স্বতন্ত্র পদে আমি প্রার্থী হয়ে নির্বাচন করতে চাচ্ছি।
এ সময় তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন যাবৎ দলের অংশ হিসেবে সাভার ও আশুলিয়ার রাজনীতির মাঠে সংপৃক্ত আছি এবং আমি সাভার আশুলিয়ার জনগণের কাছে ভোট চাই। তিনি আরো বলেন আমি আশাবাদি সাভার ও আশুলিয়ার জনগণ পূর্বের ইউনিয়ন পরিষদের নির্বাচনের ন্যায় আবারো আমাকে বিপুল ভোটে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠাবেন।
পরিশেষে মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নির্বাচনের আগ পর্যন্ত দলের যে কোন সিদ্ধান্ত আমি মাথা পেতে নেব।