জিহাদ হোসাইন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
পাপুলের আসনে উপ- নির্বাচনের মনোনয়নপত্র গতকাল বৃহস্পতিবার(১৮ মার্চ) দাখিলের শেষ দিন ছিল। যাছাই বাছাইয়ের দিন ছিল আজ শুক্রবার (১৯ মার্চ)। যাছাই বাছাই শেষে আঃলীগ,জাপা ও বাংলাদেশ কংগ্রেস পার্টিসহ ৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার(১৯ মার্চ) দুপুরে জেলা নির্বাচন অফিস কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে এ ঘোষণা দেন
রিটানিং অফিসার ও কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ দুলাল তালুকদার।
তিন প্রার্থীর মধ্যে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শেখ মোহা. ফায়েজ উল্যাহ শিপন ও বাংলাদেশ কংগ্রেস থেকে মো. আবুল কালাম আজাদ বাবুল।
আগামী ২৪ মার্চ প্রার্থী পদ প্রত্যাহার, ২৫ মার্চ প্রতীক বরাদ্ধ এবং ১১ই এপ্রিল ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সরকারি কর্মকতাদের ঘুষ প্রদান করায় কুয়েতের আদালতে মামলা হয় সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলর বিরুদ্ধে।চলতি বছরের ২৮ জানুয়ারি কুয়েতের একটি আদালত পাপুলের চার বছর সাজা প্রদান করে।পরে ২২ ফেব্রুয়ারি
আসনটি শুন্য ঘোষণা করে বাংলাদেশ সংসদীয় সচিবালয়।এরপর গত ৩ মার্চ ওই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
লক্ষ্মীপুর-২ আসনটি লক্ষ্মীপুর সদর উপজেলার ৯টি ইউনিয়ন, রায়পুর পৌরসভা ও রায়পুর উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে মোট ১৩২টি ভোট কেন্দ্রের মাধ্যমে ৪ লাখ ২ হাজার ৯৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।