এম আর হাসান জেলা প্রতিনিধি খুলনাঃ
গত ৫ ই অক্টোবর বিকাল ৪ ( চার ) টার সময় খুলনা জেলার তেরখাদা উপজেলার বাজারে আকস্মিক ভাবে অগ্নিকাণ্ডে ১০ থেকে ১২ টি দোকান ও গোডাউন ভস্মীভূত হয়েছে ।
রূপসা ফায়ার সার্ভিসের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে সন্ধ্যা ৭ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তেরখাদা ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দোকান পরিদর্শন করার লক্ষ্যে তেরখাদা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ৬ ই অক্টোবর বিকাল ৩ টার সময় ভস্মীভূত দোকান পাট পরিদর্শন করেন।
ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করার সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম শহীদ , তেরখাদা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নওয়াব আলী টিপু , তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ২নং বারাসত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন , আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ তবিবুর রহমান , বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন , তেরখাদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক শারাফাত হোসেন মুক্তি , উপজেলা আওয়ামী সেচ্ছা সেবক লীগের নেতা শেখ আনিচুল হক আনিচ , শেখ শামীম হাসান , তেরখাদা উপজেলা আওয়ামী ছাত্র লীগের সভাপতি হুসাইন আহম্মেদ , শৈষব শেখ , মিনকাত , আনিচ সহ আরো অনেকে ।
তেরখাদা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দোকান ও নামের তালিকা প্রকাশ সহ ক্ষতির পরিমাণ
যথাক্রমে
সুধীর কুমার সাহা – মুদি দোকান ও গোডাউন ৪ টি = ষাট্ট লক্ষ টাকা ,
প্রশান্ত সাহার মুদি দোকান ও গোডাউন =বিশ লক্ষ টাকা ,
আকাশ কুমার সাহার ধান চাউলের আড়ৎ = বিশ লক্ষ টাকা ,
অসীম কুমার সাহা রাইস মিল ও গোডাউন = বিশ লক্ষ টাকা ,
জুয়েল মোল্লা ইলেকট্রনিক দোকান ও বিকাশ ব্যবসায়ী = পাঁচ লক্ষ টাকা ,
ইসারুল শিকদার চাউল ভূষি ও অন্যান্য = ছয় লক্ষ টাকা ,
আব্দুর হামিদ শেখ মুদি দোকান ও গোডাউন = দশ লক্ষ টাকা ,
যৌথ ব্যবসায়ী তাহাবুর মোল্লা/ অন্জ্ঞন সাহা মুদি দোকান ও গোডাউন = দশ লক্ষ টাকা ,
শামীম শেখ রাইস মিল ও গোডাউন = দশ লক্ষ টাকা ,
আব্দুর রাজ্জাক মোল্লা ( কচি ) সেনেটারী ও ইট বালু সিমেন্ট = পাঁচ লক্ষ টাকা ,
মহিদুল মোল্লা মুদি দোকান ও গোডাউন = পাঁচ লক্ষ টাকা সহ মোট এক কোটি একাত্তর লক্ষ টাকার ও বেশী ক্ষতিগ্রস্ত হয় ।
আওয়ামী লীগের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন শেষে খুলনা -৪ আসনের সংসদ সদস্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি সফল ব্যবসায়ী আব্দুস সালাম মূর্শেদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেন ।
সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজ খবর নেন ও সার্বিক সহযোগিতা প্রদান করার আশ্বাস দেন ।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..