নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি ক্জী নজরুল ইসলামের ৪৪ তম মৃত্যূ বার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে ২৭আগস্ট সান্ধ আয়োজন উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে সামাজিক দুরত্ব বজায় রেখে ভ্রাম্যমান মঞ্চে কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে সংগীত পরিবেশন, কবিতা আবৃতি ও সংক্ষিপ্ত অালোচনা করা হয়। ত্রিশালের রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
সংগীত পরিবেশন করেন, উপজেলা শিল্প কলা একাডেমী ও স্থানীয় শিল্পী গোষ্ঠী। এসময় উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর সদস্য ও পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অভিনাষ চন্দ্র দাম, উপজেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক আলোক কুমার পাল,ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফকরুদ্দীন আহমেদ,ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সাধারণ সস্পাদক এস.এম জামাল উদ্দিন শামীম প্রমুখ।
Leave a Reply