বিনোদন প্রতিবেদক:
কিংবদন্তি সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোর সোমবার সন্ধ্যায় মারা যান। এ খবরটি ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে এসেছে দেশের মিডিয়াঙ্গনে। এন্ড্রু কিশোরের মৃত্যুর খবরে মর্মাহত বাংলা গানের যুবরাজ আসিফ আকবর।
এন্ড্রু কিশোরের সঙ্গে আসিফ আকবর দুইবার প্লেব্যাক করেছেন। তার একটি হলো দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শুভ বিবাহ’ সিনেমার টাইটেল গান। কবির বকুলের কথায় এর সংগীতায়োজন করেন ইমন সাহা।
আসিফ বলেন, ১৯৯৮ সালের দাদার সঙ্গে প্রথম সরাসরি দেখা হয়। উনি শ্রুতি স্টুডিও-১ গান রেকর্ডিং করছিলেন, আমি ছিলাম শ্রুতি স্টুডিও-২ -এ। দাদা আমাকে আগে থেকেই চিনতেন। রেকর্ডিং শেষে বললেন, তুমি অনেক দূর যাবা। লেগে থাকো।
এন্ড্রু কিশোরকে নিয়ে আসিফ বলেন, দাদার অনেক কাছে যাওয়ার সুযোগ পেয়েছি। ২২ বছর ধরে তার সঙ্গে আমার সম্পর্ক। তিনি আমাকে খুব স্নেহ করতেন। সবসময় আমাকে রাগ কমাতে বলতেন। তার চলে যাওয়ায় ইন্ডাস্ট্রিতে খুব বড় ধরনের এক ক্ষতি হয়ে গেল। যেটা আর পূরণ হবে না। এখন আমাদের উচিৎ তাকে যথাযথ সম্মান প্রদর্শন করা। তার কাজ ও স্মৃতি সংরক্ষণ করা।
টানা নয় মাস সিঙ্গাপুরে চিকিৎসাধীন থেকে গত ১১ জুন বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছিলেন এন্ড্রু কিশোর। তারপর থেকে তিনি রাজশাহীতে বোন ডা. শিখা বিশ্বাসের ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। আজ সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।
Leave a Reply