জিয়াউল ইসলাম বিভাগীয় ব্যুরো প্রধান খুলনাঃ
খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ( ছয়টি ) ইউনিয়ন নিয়ে গঠিত এই দিঘলিয়া উপজেলা । স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল এখনো ঘোষিত হয়নি । তবুও বসে নেই কেউ , সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা স্ব স্ব এলাকায় প্রতিদিন উঠান বৈঠক, দোয়া মাহফিল , গণসংযোগ সহ- মোটরসাইকেল মহড়া দিয়ে জানান দিচ্ছেন প্রার্থী হওয়ার ।
আবার কেউ কেউ নিজের ফেসবুক আইডি তে নিজের ছবি দিয়ে ও ঢাকায় গিয়ে এমপি ও এমপি পত্নীর সাথে ছবি তুলে প্যানা তৈরি করে রাস্তার মোড়ে মোড়ে গুরুত্বপূর্ণ স্থানে টাঙ্গীয়ে জানান দিচ্ছেন প্রার্থী হওয়ার ,
আবার কেউ কেউ বড় করে নিজের ছবির উপরে বঙ্গবন্ধু ও দলীয় প্রধান শেখ হাসিনার ছবি দিয়ে জানান দিচ্ছেন এবং দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন।
দলিও কর্মকান্ড বা দলের কোনো কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়নি এমন প্রার্থীরাও দলিও মনোয়ন পাওয়ার জন্য দলের কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ সহ – জেলার শীর্ষ নেতাদের সঙ্গেও যোগাযোগ করছেন । এখন দেখার বিষয় দলীয় মনোনয়ন নামের সোনার হরিণ কার পাশে গিয়ে দাঁড়ায় ,
দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের ভোটার সংখ্যা
মোট-২৪ হাজার ৩৭৯ জন্য, পুরুষ ভোটার সংখ্যা -১২ হাজার ৮৭ জন , মহিলা ভোটার সংখ্যা-১২ হাজার ২৯২ জন ।
এই দিঘলিয়া ইউনিয়ানে সম্ভাব্য প্রার্থী হিসেবে মোট ৯ ( নেয় ) জনের নাম শোনা যাচ্ছে , যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন । বর্তমান চেয়ারম্যান মোঃ ফিরোজ হোসেন মোল্লা , সাংগঠনিক সম্পাদক দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ , গত ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে বিজয় লাভ করেন । ফিরোজ মোল্লা পুনরায় নির্বাচনে অংশ নেওয়া ও সাধারন ভোটারদের নিকট দোয়া ও সমর্থন চেয়ে প্যানা, ফেস্টুন, ব্যানার তৈরি করে ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে টাংঙ্গীয়ে জানান দিচ্ছেন প্রার্থী হওয়ার
জনাব হায়দার আলী মোড়ল , খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য নির্বাচিত হয়েছেন ত। গত ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়েও দলের বিরোধী সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে ছিলেন । অল্প কিছু ভোটের ব্যবধানে পরাজিত হন ।
শেখ মঞ্জুর হোসেন , সাধারণ সম্পাদক দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ , একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী , উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থীর পক্ষে কাজ করে আলোচনায় আসেন তিনি ।
হাবিবুর রহমান তারেক , উপজেলা যুবলীগের সদস্য ও দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি । সাধারণ মানুষের কাছে দোয়া ও সমর্থন চেয়ে ফেস্টুন , ব্যানার, প্যানা তৈরি করে রাস্তার মোড়ে মোড়ে শোভা পাচ্ছে ইউনিয়ানের গুরুত্বপূর্ণ স্থানে । নেতা তারেক আগামী ইউনিয়ন নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন ।
মোড়ল হাসান মাহামুদ রাকিব , উপজেলা যুবলীগের কার্যকারী সদস্য , তরুণ প্রজন্মের প্রতিভা । দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত , আগামী ইউনিয়ন নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন।
Leave a Reply