ইদ্রিছ আলী দীঘিনালা প্রতিনিধিঃ
খাগড়াছড়ি দীঘিনালার দুর্ঘম পাহাড়ি এলাকায় দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসনে কাজ করে সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো দীঘিনালা সেনা জোন। এতে ১০টি গ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সমস্যা লাগব হয়েছে
শনিবার (২৭) মার্চ সকালে উপজেলার কবাখালী ইউনিয়নের দূর্গম রিজার্ভছড়া, জোড়া ব্রীজ, মেরুং ইউনিয়নের সীমানাপাড়া ও নয়মাইল এলাকার পাহাড়ি জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানির সংকট নিরসনে পানির ট্যাংক স্থাপন ও সরবরাহ কাজের উদ্বোধন করেন দীঘিনালা জোনের স্টাফ অফিসার ক্যাপ্টেন সুহ্নদ শুভানন
রিজার্ভছড়া এলাকার মিনতি চাকমা বলেন আমাদের গ্রামে দীর্ঘদিন বিশুদ্ধ পানির সংকট ছিলো আমরা কয়েক কিলোমিটার হেঁটে গিয়ে ঝিরি ও কুপ থেকে খাবার পানি সংগ্রহ করতাম দীঘিনালা সেনা জোন রিজার্ভছড়ায় একটি বিশুদ্ধ পানির ট্যাংক স্থাপন করে দীর্ঘদিনের সমস্যা দূর করলো
তারাবুনিয়া এলাকার ভদ্রপতি চাকমা বলেন দীঘিনালা সেনা জোন আমাদের বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিয়েছে। আমরা এখন থেকে নিরাপদ পানি পান করবো
দীঘিনালা জোনের স্টাফ অফিসার ক্যাপ্টেন সুহ্নদ শুভানন বলেন বর্ষার আগ পর্যন্ত আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..