ডেস্ক : ঘুষ ও দুর্নীতির অভিযোগে সৌদি আরবের প্রতিরক্ষা বিভাগে শীর্ষ পর্যায়ের এক মিলিটারি কমান্ডার ও তার ছেলেসহ বেশ কয়েকজন সদস্যকে বরখাস্ত করেছে দেশটির সরকার। দীর্ঘদিন ধরে চলমান দুর্নীতি বিরোধী অভিযানের সর্বশেষ কার্যক্রম এটি।
সোমবার তাদের সৌদি বাদশাহর নির্দেশে তাদের বরখাস্ত করা হয় বলে বার্তা সংস্থা এএফপি ও বিবিসি’র খবরে বলা হয়েছে।
বরখাস্ত হওয়া যৌথবাহিনীর কমান্ডার প্রিন্স ফাহাদ বিন তুর্কি রাজ পরিবারের জ্যেষ্ঠ সদস্যও। তিনি সৌদি আরবের উত্তরাঞ্চল আল-জউফ এলাকার ডেপুটি আমিরের দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে আগে থেকেই দুর্নীতির অভিযোগ তদন্তাধীন ছিল বলে জানা গেছে।
বাদশাহ সালমানের ডিক্রিতে জানানো হয়েছে, বরখাস্ত হওয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য অফিসার ও বেসামরিক কর্মকর্তাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ছিল এবং তা প্রমাণিত হয়েছে।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রিন্স ফাহাদ প্রতিবেশী ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন যৌথবাহিনীর কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
বরখাস্ত হওয়ায় এই দায়িত্বে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশে ফাহাদের স্থলাভিষিক্ত হয়েছেন ডেপুটি চিফ অব স্টাফ মুতলাক বিন সেলিম।